Tmc News: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের পুলিশের হাত থেকে তৃণমূল নেতা ছিনতাই! চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ । অস্ত্র মামলায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা । পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে । পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি । অভিযুক্তকে গাড়িতে তোলার সময় পুলিশকে বাধা গ্রামবাসীদের । পুলিশের হাত থেকে অভিযুক্ত মজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা । পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই, গ্রেফতার ১১ । 'অস্ত্র আইনে অভিযুক্ত মুজিবর রহমানকে গ্রেফতার করতে গেছিল পুলিশ' । পুলিশের কাজে বাধা দিয়েছে গ্রামবাসীরা: পুলিশ সুপার । ১৫ জানুয়ারি: গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পালায় বন্দি । ১৮ জানুয়ারি: পুলিশের এনকাউন্টারে মৃত সাজ্জাক আলম
সাত সকালে লাইট পোস্ট থেকে আগুন ছড়াল হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে
সাত সকালে লাইট পোস্ট থেকে আগুন ছড়াল হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের
ঘটনা। সকাল ৭টা নাগাদ লাইট পোস্ট থেকে আগুন পড়ে। ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে বাড়ি। লাইট পোস্টের সংলগ্ন ফিডার বক্স। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকাবাসীর অভিযোগ, দমকল সময় মতো আসেনি। এলাকায় তারের জঙ্গল, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

















