Ugc-NET: নিটে কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এনটিএ-র নেওয়া ইউজিসি-নেট বাতিল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নিটে কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এনটিএ-র নেওয়া ইউজিসি-নেট বাতিল। অস্বচ্ছ্বতার আশঙ্কায়, পরীক্ষা পরদিনই বাতিল করে সিবিআই নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।
বাতিল জুনের ইউজিসি-নেট
জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।