Vidyasagar University: ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক, কী বললেন বিপ্লবী বিমল দাশগুপ্তর ছেলে?
ABP Ananda LIVE : বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। গতকাল স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। ১৯৩১ থেকে ১৯৩৩, ৩ বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন ৩ ম্যাজিস্ট্রেট। ‘মেদিনীপুরের ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?' বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্ক। দুঃখপ্রকাশ করে, ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রাথমিকে ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা' সিঁথি থানার ASI-এর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত ASI নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চান বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা ওই ASI প্রতারণা করেন বলে অভিযোগ। চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাইয়ে দেন বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর।

















