Mamata On Operation Sindoor: 'রাজনৈতিকভাবে আকর্ষণীয় করতেই অপারেশনের নাম সিঁদুর', কটাক্ষ মমতার
ABP Ananda Live: 'রাজনৈতিকভাবে আকর্ষণীয় করতেই অপারেশনের নাম সিঁদুর'। 'বিরোধী দলের প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে'। 'রাজনীতির হোলি খেলছেন প্রধানমন্ত্রী'
'এটা প্রধানমন্ত্রীর কাছে শোভা পায় না'। 'রাজ্যে এসে আক্রমণ করার এটা সময়?' 'চ্যালেঞ্জ করছি, কাল নির্বাচন হোক, এটা গুরুত্বপূর্ণ সময়' 'রাজ্য সরকার যখন কেন্দ্রকে সমর্থন করছে, তখন রাজ্যকেই আক্রমণ'। 'বিজেপি গুন্ডা পার্টি, দেশকে লুঠ করেছে'। 'আমার মুখ খুলতে বাধ্য করবেন না'। বললেন মুখ্যমন্ত্রী।
'বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি', আশ্বাসবার্তা মোদির
জঙ্গি-দাঙ্গা নিয়ে মোদি এদিন বলেন, 'পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। অসম, ত্রিপুরা, ওড়িশা বিজেপিকে সুযোগ দিয়েছে, কোমর বেঁধে তৈরি থাকতে হবে। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি'।


















