এক্সপ্লোর
WB School Reopening: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল, SOP ঠিক করতে বৈঠকে স্কুল শিক্ষা দফতর | Bangla News
বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। নবান্নের (Nabanna) নির্দেশের পরই স্কুল শিক্ষা দফতর একটি বৈঠকে বসেছে। নবান্নের এই সিদ্ধান্তের পর এসওপি তৈরিতে এই বৈঠক। দুই বছর পর শুরু হচ্ছে ক্লাস। কী পদ্ধতিতে ক্লাস হবে, তা নিয়ে এসওপি তৈরি করা হবে। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। সেই প্রক্রিয়া শেষ করে ফের স্কুলে ফিরবে পড়ুয়ারা।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















