West Bengal By Election 2024: উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কে কে আছেন তালিকায়?
TMC News: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। সিতাই: তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় । মাদারিহাট: তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। নৈহাটি: তৃণমূল প্রার্থী সনৎ দে। হাড়োয়া: তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম । মেদিনীপুর: তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তালডাংরা: তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, গণনা ২৩ নভেম্বর।
আরও খবর, রাজ্যের অনশন প্রত্যাহারের আবেদন খারিজ। আজ অনশন জারি রেখেই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী হয়তো ১০ দফা দাবি জানেন না, অথবা জানানো হচ্ছে না। অচলাবস্থা দৃঢ় সদিচ্ছার দ্বারাই সমাধান করা যেতে পারে। মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের ডাক্তারদের একাংশকে হুঁশিয়ারি কুণালের। ওবিসি বিষয়ক ছাড়পত্র আদালতে বিচারাধীন। আটকে নিয়োগ, আন্দোলনকারীদের সঙ্গে ফোনালাপে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। বাধা নেই, কেন নিয়োগ নয় ? পাল্টা আইনজীবীরা।