CPM News: কাল শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন, তার মধ্যে উঠে এল দলের অন্দরের কলহ
ABP Ananda Live: পার্টিতে সবাই নেতা হতে চাইছেন। কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। জোনাল কমিটি, জেলা কমিটির নেতা হওয়ার জন্য মারপিট করছে। অথচ শাখা কমিটির সম্পাদক হতে তীব্র অনিহা। সূত্রের খবর, সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হওয়ার আগে এমনই সমস্ত বর্তমান সমস্যার কথা তুলে ধরা হয়েছে সম্পাদকীয় প্রতিবেদনে। কাল শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন। এবারের সম্মেলন বসছে ডানকুনিতে। তবে তার আগে রাজ্য সম্মেলনের সম্মাদকীয় প্রতিবেদনে তুলে ধরা হল দলের বর্তমান নানা সমস্যার কথা। সূত্রের খবর, সেখানে উল্লেখ করা হয়েছে যে, গত আড়াই বছরে বিভিন্ন কারণে প্রায় ২৫ হাজার সদস্য সংখ্যা কমে গেছে। আবার পাশাপাশি সমসংখ্যক সদস্যপদও বেড়েছে। কিন্তু স্থায়ী সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে অনেকের মধ্যেই অনিহা দেখা দিচ্ছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভোটারদের মধ্যে তৃণমূল ও বিজেপির মেরুকরণ তৈরি হয়েছে। যার ফলে সিপিএম ক্রমশ জনসমর্থন হারাচ্ছে। এই সমস্ত বিষয় রাজ্য সম্মেলনে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত।



















