WB News:বর্ষা, রবীন্দ্রনাথের গান. শান্তিনিকেতনের স্মৃতিচারণা।২৭ জুলাই শিশির মঞ্চে বিশেষ সন্ধের আয়োজন
ABP Ananda LIVE : বর্ষা...রবীন্দ্রনাথের গান...আর শান্তিনিকেতনের স্মৃতিচারণা... । আগামী রবিবার, ২৭ জুলাই শিশির মঞ্চে এমনই এক সন্ধের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজনে, কণিকা বন্দ্য়োপাধ্য়ায় মেমোরিয়াল ট্রাস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষায় একেবারে অন্য়রূপে ধরা দেয় তাঁর শান্তিনিকেতন। এই কলকাতায় বসে যদি ছুঁয়ে দেখা যায় সেই অনুভূতি? রবীন্দ্রনাথের গানের সুরে, আর মেঘের ভেলায় চড়ে যদি ভেসে যাওয়া যায় সুদূর শান্তিনিকেতনে? তেমনই এক সন্ধের আয়োজন হচ্ছে শিশির মঞ্চে। ২৭ জুলাই সন্ধে ৬টায় শিশির মঞ্চে এমনই এক সন্ধের আয়োজন করা হয়েছে। বর্ষা, রবীন্দ্রনাথের গান আর শান্তিনিকেতনের স্মৃতিচারণা। অনুষ্ঠানের আয়োজক, কণিকা বন্দ্য়োপাধ্য়ায় মেমোরিয়াল ট্রাস্ট। রঞ্জিনী মুখোপাধ্য়ায়, প্রিয়ম মুখোপাধ্য়ায় ও ঋতপা ভট্টাচার্য-৩ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর গানে কথায় ভরে উঠবে, শিশির মঞ্চ। আলাপচারিতায় থাকবেন চৈতালি দাশগুপ্ত। জোর কদমে চলছে সেই অনুষ্ঠানেরই প্রস্তুতি।

















