Haryana Incident :বাংলাদেশি সন্দেহে হরিয়ানার গুরুগ্রামে আটক চাঁচলের ১ ও ২ নম্বর ব্লকের ৮ সদস্য
ABP Ananda LIVE : ভিনরাজ্যে কাজে গিয়ে বিজেপি শাসিত হরিয়ানায় আটক বাঙালি পরিযায়ী শ্রমিক । বাংলাদেশি সন্দেহে হরিয়ানার গুরুগ্রামে আটক চাঁচলের ১ ও ২ নম্বর ব্লকের ৮ সদস্য । বাংলায় কথা বলতেই আটক ও অত্যাচারের অভিযোগ পরিবারের । ফের ভিন রাজ্যে আটক পশ্চিমবঙ্গের বাসিন্দারা। বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিক। ভোটার, আধার, প্যান কার্ড দেখানো সত্ত্বেও মেলেনি রেহাই। অভিযোগ পরিবারের। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ। দিল্লিতে প্রতিবাদে সরব তৃণমূল। সংসদের বাইরে বিক্ষোভ।
ECI Notification On CEO: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের
বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে।






















