TMC News : কাটোয়ার পরে বেলদা, তৃণমূলকর্মীর পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ! Belda News
ABP Ananda LIVE : কাটোয়ার পরে বেলদা, তৃণমূলকর্মীর পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের শব্দ, ২জন আহত। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনের ধাক্কা। বাংলায় হলে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাতিল, আক্রমণে শুভেন্দু। বিজেপি-কমিশন আঁতাঁত দেখছে তৃণমূল। নেই জল-ওষুধ। ওয়ার্ডে ছাগল-বেড়ালের অবাধ বিচরণ! মালদার হাসপাতালের বেহাল অবস্থা। বাউন্ডারি ওয়াল না থাকার কারণ দেখালেন বিএমওএইচ! গড়ফায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। নভেম্বরে লিভ ইন পার্টনারের রহস্যমৃত্যু।সেই ফ্ল্যাটেই মিলল পচাগলা দেহ। আর্থিক অনটনে আত্মঘাতী, সন্দেহ পুলিশের। হরিয়ানায় বাবার গুলিতে কেন খুন টেনিস প্লেয়ার রাধিকা? রিল বানানোয় আপত্তি? মেয়ের অ্যাকাডেমির টাকায় সংসার চলার কটূক্তিতে চড়াওয়ের দাবি অভিযুক্তর I প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। দাগিদের পাশে দাঁড়ালে ভুল সঙ্কেত যায়, এসএসসি মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসিত রাজ্য-কমিশন। শিক্ষকই সমাজের মেরুদণ্ড। প্রতারক চাকরি পেলে কী হবে? নেতাজির শিক্ষক থেকে মাস্টারদা, সতেন্দ্রনাথ বসুর প্রসঙ্গ টেনে রাজ্য-কমিশনকে তিরস্কার হাইকোর্টের।


















