Dilip Ghosh: '...তাতেও তো আমি দল ছেড়ে চলে যাইনি', কোন প্রসঙ্গে বললেন দিলীপ ?
ABP Ananda LIVE: ফের বিস্ফোরক দিলীপ ঘোষ । 'এমন দিনও গেছে, যখন পার্টির মিটিংয়ে চেয়ারই পাইনি' । 'তাতেও তো আমি দল ছেড়ে চলে যাইনি' । 'দু-একজন আমাকে দলছাড়া করতে চেয়েছিল' । যে পার্টি দাঁড় করিয়েছে, সে দল ছাড়বে কেন?' । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও মামলা নেই' । তাঁর সঙ্গে দেখা করলে আপত্তি কীসের?' । মুখ্যমন্ত্রী আমাকে গুরুত্ব দিয়েছেন বলে, অনেকে অস্বস্তিতে পড়েছিলেন'
নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা, কী জানাল ডিভিশন বেঞ্চ ?
নতুন নিয়োগে ঘিরে ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা।'নতুন নিয়োগে অংশ নিতে পারবে না চিহ্নিত দাগিরা', সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, এখন যে আবদন পত্র দাখিল করা হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায়, চিহ্নিত অযোগ্য রয়েছেন, তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশই আজ ডিভিশন বেঞ্চের তরফেও দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, এই চিহ্নিত অযোগ্যরা, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং চিহ্নিত অযোগ্য তাঁরা যদি ইথিমধ্যেই, আবেদন পত্র দাখিল করে থাকেন বা বাতিল বলে গণ্য হবে। সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও বহাল রাখা হয়েছে। এই নির্দেশের পূর্ণাঙ্গ কপি এখনও হাতে আসেনি। সেটা হাতে আসলে, এর পিছনে কী যুক্তি রয়েছে, মাননীয় বিচারপতিরা সেখানে কী যুক্তি দেখিয়েছেন, সেটা স্পষ্ট হবে।


















