(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum News: এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
ABP Ananda Live: এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ।
আরও খবর, সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূল এবং রাজ্য় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তারা শোরগোল ফেলে দিয়েছিল দিল্লিতেও। খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসে অভিযোগকারিণীদের সঙ্গে দেখা করে, কথা পর্যন্ত বলেছিলেন। বিজেপির ছোট-বড়-মেজ, সব নেতার মুখেই তখন ঘুরত সন্দেশখালি ইস্য়ু। সন্দেশখালির স্থানীয় একজন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী পর্যন্ত করেছিল গেরুয়া শিবির। কিন্তু আর জি কর ইস্য়ুতে, বিজেপির এই অবস্থানের কার্যত উল্টো ছবি দেখা যাচ্ছে। রাজ্য়ে এসেও, আর জি কর ইস্য়ুতে সেভাবে সরব হলেন না অমিত শাহ, চাওয়া সত্ত্বেও সময় দিলেন না অসহায় পরিবারটাকে।