Malda News : মানিকচকের তৃণমূল বিধায়কের ওপর হামলার চেষ্টা ! গাড়ি, মোবাইল বাজেয়াপ্ত করল পুলিশ
ABP Ananda Live: মানিকচকের তৃণমূল বিধায়কের ওপর হামলার চেষ্টার অভিযোগ, বাজেয়াপ্ত গাড়ি। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের, বাজেয়াপ্ত গাড়ি ও মোবাইল ফোন। ১ ফেব্রুয়ারি : সাবিত্রী মিত্রর ওপর হামলার চেষ্টার অভিযোগ। তৃণূমূল বিধায়কের গাড়িকে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ ওঠে।
মহাকুম্ভে ফের বিপর্যয়, এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন পুণ্যার্থীরা
মৌনি অমাবস্যার বসন্ত পঞ্চমী। আবারও অমৃতস্নানের তিথিতে বিপদ প্রয়াগরাজে। অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে ফের মর্মান্তিক দুর্ঘটনা। এবার বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন এয়ার বেলুন ফেটে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। আগুনে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী।
সোমবার ছিল বসন্ত পঞ্চমী। এদিন প্রয়াগরাজে গঙ্গায় অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। যদিও মৌনি অমাবস্যার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন ছিল বেশি সতর্ক। ভিড় সুশৃঙ্খল রাখার চেষ্টাও চোখে পড়ে। তারপরও আটকানো গেল না এই দুর্ঘটনা। প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোনের বাসিন্দা।



















