Mamata Banerjee: আর জি কর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম: মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : আর জি কর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম: মুখ্যমন্ত্রী। আমরা অপরাজিতা বিল করেছি: মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিল ফেলে রেখেছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী। 'আমি নিজে আইনজীবী ছিলাম, আমি আইন পড়েছি'। আইন আমি একটু একটু হলেও বুঝি: মুখ্যমন্ত্রী । 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়?' 'কেউ দানবিক, পাশবিক হলে সমাজ কি মানবিক হতে পারে?' 'এমন জঘন্য অপরাধ করেও অপরাধী বেঁচে যাবে?'
বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ:
বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল ধৃতদের। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।৯ দিন ধরে নিখোঁজ ছিল বাসন্তীর নাবালিকা। পুলিশের দাবি, ১২ জানুয়ারি নিখোঁজ হওয়ার দিনই খুন হয় ১৫ বছরের কিশোরী। গতকাল বাড়ির কাছে চাষের জমি থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।


















