Sandeshkhali Incident : সন্দেশখালিতে নির্যাতনের ঘটনা, SIT গঠনের নির্দেশ দিল হাইকোর্ট
ABP Ananda Live: সন্দেশখালি 'গণধর্ষণ', SIT গঠনের নির্দেশ হাইকোর্টের। তদন্তে SIT গঠনের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। লালবাজারের ACP বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে SIT। হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে SIT। SIT-তে থাকবেন বাদুড়িয়ার SDPO রাহুল মিশ্র, জানিয়েছে হাইকোর্ট। বাকি সদস্যদের নিয়োগ করতে পারবেন SIT-এর প্রধান। এক মাস অন্তর দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে সম্মতি জানাল রাজ্য সরকারও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের।
Mahakumbh Stampede News : মহাকুম্ভে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে কত ? তথ্য দিল উত্তরপ্রদেশ পুলিশ
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ল প্রাণহানির সংখ্যা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হন বহু মানুষ। সেই ঘটনায় অনেকগুলি প্রাণ চলে যায়। চিকিৎসাধীন আরও অনেকে। কিন্তু, কতজনের প্রাণহানি হয়েছে ? সাংবাদিক বৈঠক করে সেই তথ্য সামনে আনলেন DIG মহাকুম্ভ বৈভব কৃষ্ণা।
মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগ। ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল। গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তুমুল ধাক্কাধাক্কি, চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেন। মর্গের সামনেও জড়ো হন অনেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে প্রিয়জন হারানোর হাহাকার।



















