Titagarh news : বিস্ফোরণের পরেও ফেরেনি হুঁশ ! টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা
ABP Ananda LIVE : ফ্ল্যাটে বিস্ফোরণের পর টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা। বিটি রোডজুড়ে অবাধে চলছে বেআইনি কারবার।ঠাসাঠাসি করে রাখা গ্যাস সিলিন্ডার। টিটাগড় বাজারে বিটি রোডের ওপর একের পর এক গ্যাস রিফিলিং সেন্টার। সেখানে অটোতে কাটা গ্যাস ভরা হচ্ছে। ক্যামেরা দেখে বন্ধ করে দেওয়া হয় অটোতে গ্যাস রিফিলিং। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছএ, পুলিশ-প্রশাসনের নাকের ডগায় কীভাবে কাটা গ্যাসের কারবার চলছে? পুরসভার নজরদারি কোথায়? টিটাগড় পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই একটি ফ্ল্যাটে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল।
মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক সব তথ্য়
মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য়। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে, কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। গ্রামবাসীরা ফোন করলেও, তা ধরেনি পুলিশ। এখানেই শেষ নয়, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। যাতে আগুন নেভানো না যায় তার জন্য জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছিল হামলাকারীরা। এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য়। এক্স পোস্টে তিনি লিখেছেন, আসল সত্য়িটা হল, সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্য়ই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। পাল্টা, কুণাল ঘোষের বক্তব্য, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে, তা সমপূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য়প্রণোদিত।



















