Budge Budge : বজবজে সিন্ডিকেট সংঘর্ষে জালে FIR-এ নাম থাকা পলাতক ২ পঞ্চায়েত সদস্য
ABP Ananda LIVE: বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য । ঘটনার পর থেকে FIR-এ নাম থাকা এই ২ জন পলাতক ছিলেন । উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ২ ধৃতের নাম শেখ আসলাম ও সুজিত দাস । এর আগে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল । মোট ৪৩ জনের নামে FIR দায়ের হয় । উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরোধের জেরে এই ঘটনা' । এমনটাই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
West Bengal News Live: কর্তব্যরত চিকিৎসক, পুলিশ পেটানোয় অভিযুক্ত পুলিশ!
সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পুলিশের গুন্ডামি! চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের লালগোলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মীদের পর্যন্ত পেটানোর অভিযোগ উঠেছে পুলিশেরই বিরুদ্ধে! এই ঘটনায় বীরভূমের জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে তাণ্ডবের অভিযোগে ওসি, ওসি-র স্ত্রী ও আত্মীয়-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের জেলা ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আশরাফুল শেখের বাড়ি মুর্শিদাবাগের লাগোলায়। গতকাল লালগোলা হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে যান তিনি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রথমে এক নার্সের সঙ্গে বচসা জুড়ে দেন ওসি আশরাফুল শেখ। এরপর কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে মারধর করেন তিনি। লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওসি তাঁদের মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বীরভূম DCRB-র ওসির মারে তাঁদের এক SI দেবব্রত দত্ত ও একজন সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হয়েছেন। বিতর্ক অবশ্য এই প্রথম নয়। আশরাফুল শেখ যখন কীর্ণাহার থানার ওসি ছিলেন, তখন তোলাবাজির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।


















