Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
ABP Ananda LIve: বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও বজ্রবিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। মঙ্গল এবং বুধবার ও উত্তরবঙ্গের এই ৬ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বন্যা ও ধসে যেন যথেষ্ট ছিল না। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো যুক্ত হল বন্যপ্রাণীর আক্রমণ। জঙ্গল থেকে লোকালয়ে বন্যপ্রাণীরা। রয়েছে ব্ল্যাক প্যান্থার, চিতাবাঘ বেরিয়ে পড়ার আশঙ্কাও। এর মাঝে বন্যপ্রাণীর আক্রমণে প্রাণ হারালেন বীরেন বর্মন। মেজবিল গ্রামে আবার গণ্ডার ঘিরে আতঙ্ক।
বন্যার জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলায় মারা গিয়েছেন বীরেন। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙায়। খবর অনুযায়ী তোর্সা নদীর পাড়ে জলে ভেসে আসা বন্য শুয়োরের হামলাতেই প্রাণ হারিয়েছেন পেশায় কৃষক বীরেন বর্মন। অপরদিকে, জলদাপাড়া অভয়ারণ্য থেকে মাত্র ১.৫ কিমি দূরে, বিজনবাড়ি ও ব্যাঙ্কডুবি ফরেস্টের মাঝে অবস্থিত মেজবিল গ্রাম।




















