এক্সপ্লোর
Anubrata Mondal: অনুব্রতকে কে নিয়ে যাবে দিল্লি ? জারি টানাপোড়েন
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা (Delhi) নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার আদালতের দ্বারস্থ হল জেল কর্তৃপক্ষ। গতকালই আসানসোল জেলের (asansol jail) তরফে ই-মেল করা হয়। এরপর আজ সকালে আসানসোলের বিশেষ আদালতে গিয়ে আবেদন জানাবে জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে জেল-পুলিশ-ইডি-র মধ্যে দড়ি টানাটানির কথা আদালতকে জানানো হবে। এই পরিস্থিতিতে আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আসানসোল জেল কর্তৃপক্ষ।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন



















