West Bengal Elections 2021: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের, পাল্টা বিজেপি
ভোটের দিন ঘোষণা হতেই অপসারিত রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা। জাভেদ শামিমকে সরিয়ে আনা হল জগমোহনকে। দমকলের ডিজি হলেন জাভেদ শামিম। অপসারণে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
মেচেদায় ইস্কন মন্দিরে পুজো দিয়ে কীর্তনে অংশ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বাংলার মেয়েকেই চান রাজ্যবাসী। আগামীদিনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন মেদিনীপুর থেকে। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মহিলাদের সব থেকে বেশি ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। পাল্টা শুভেন্দু অধিকারী।
‘ভোট হবে, ডাক্তাররা ইঞ্জেকশন দেবেন, ওষুধ দেবেন। ডাক্তাররা ওষুধ দিতে ব্যস্ত থাকবে, অন্যরা খেলবে। সবাই মিলে ভোটটা করিয়ে দেবেন।’ বোলপুরে হাতুড়ে ডাক্তারদের সম্মেলেন হুঙ্কার অনুব্রতর। জবাব দিলীপের।
রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন বাম-কংগ্রেসের নেতারা। ইতিমধ্যেই দূর-দূরান্তরের জেলা থেকে আসতে শুরু করছেন কর্মী-সমর্থকরা।
ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর তা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
ভোটের মুখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কিছুক্ষণ আগেই ওই পদে বসানো হয়েছে এক তৃণমূল নেত্রীকে। ঘটনায় একযোগে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি-কংগ্রেস।