আনন্দ লাইভ: সমস্ত রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
অবশেষে হুঁশ ফিরল কমিশনের। সমস্ত রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা। আজ সন্ধে সাতটা থেকে সমস্ত রোড শো, পদযাত্রা, বাইক, সাইকেল মিছিলেও আজ থেকেই কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে, সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র্যালির অনুমতিও বাতিল, জানাল কমিশন।
মোদির পরে এবার ভোটের প্রচারে ভার্চুয়ালি সভা মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। কমিশনের নিষেধাজ্ঞার পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সল সভা বাতিল। সমস্ত সভা বাতিল ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্য়ুইটে ঘোষণা করেছেন তিনি। কবে-কোথায় ভার্চুয়াল সভা, পরে ঘোষণা, জানালেন মমতা। কাল প্রধানমন্ত্রীর রাজ্য সফর বাতিল। ভার্চুয়ালে বক্তৃতা। কলকাতা, সিউড়ি, মালদা, মুর্শিদাবাদে মোদির সভা বাতিল। বিকেল ৫টায় ভোটের প্রচারে ভার্চুয়াল সভা করবেন মোদি।
"কমিশনের চূড়ান্ত ক্ষমতা, তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন শেষনের কাজের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন। করোনার সময় প্রচার বন্ধের মামলার চূড়ান্ত অসন্তুষ্ট হাইকোর্ট। একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। তাও কেন সেসবের ব্যবহার করছেন না? সার্কুলার নয়, আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। আমরা অর্ডার দিতে পারছি না। কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব।" নির্বাচন কমিশনকে তুলোধনা প্রধান বিচারপতির।