এক্সপ্লোর
Panchayat Election : ভোট-সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়, আজ কী পরিস্থিতি ?
ভয়ের ভাঙড়ে ( Bhangar ) গণনা ( Panchayat Poll Counting ) পর্বের শেষেও ভোট-হিংসার বলি হলেন আরও তিন জন। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই হয় বোমাবাজি, চলে গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লার।
আরও দেখুন






















