Sandehskhali Incident: তদন্তের স্বার্থে এবার সন্দেশখালিতেই ক্যাম্প অফিস করল CBI | ABP Ananda LIVE
Lok Sabha Election 2024: তদন্তের স্বার্থে এবার সন্দেশখালিতেই (sandeshkhali)ক্যাম্প অফিস করল CBI। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। এছাড়া কলকাতার নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াত করতেও প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দেশখালিতে ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত নিয়েছে CBI.ABP Ananda LIVE: পারিবারিক অশান্তি থেকে প্রতিবেশীদের বিবাদ! CBI সূত্রে খবর, তদন্তের আওতায় আসে না, এমন সব অভিযোগ সন্দেশখালিতে তাদের হাতে এসেছে। তবে কি সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI-এর গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে? জোরালো হচ্ছে এই প্রশ্নটাই। সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI-এর গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর সামনে আসছে তাতে এই প্রশ্ন জোড়ালে হচ্ছে। সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ-সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০ টি অভিযোগ পেয়েছেন তাঁরা। চাঞ্চল্য কর বিষয় হলে ঐ সব অভিযোগের ২৫ থেকে ৩০ শতাংশ সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি। ছোট ঘটনাকেও রং চড়িয়ে বড় করে দেখানোর চেষ্টা।