Lok Sabha Election 2024: ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে পৌঁছল পূর্ব মেদিনীপুরে
Calcutta High Court: ময়নায় বিজেপির (BJP)বুথ সভাপতি খুনের মামলায় নড়েচড়ে বসল এনআইএ(NIA)। এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta high court)ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল। বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে(est medinipur) পৌঁছে গিয়েছে এনআইএ টিম। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এফআইআরে নাম থাকা অনেকেই তৃণমূল নেতা কর্মী। নিহত বিজয় ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগপত্রে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের। এনআইএ তদন্তে নেমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে । আরও খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) তীব্র আক্রমণ জে পি নাড্ডার(J P ANdda)। সন্দেশখালি (sandeshkhali)ও সিএএ(CAA) ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে আক্রমণ। 'ভোটব্যাঙ্কের স্বার্থে দেশের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আপোস করছেন' । সংবাদ সংস্থা এনআইএ-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রমণ বিজেপি সভাপতি নাড্ডার। 'আইনশৃঙ্খলা রক্ষায় মমতার উদ্দেশ্যই সন্দেহজনক'।