(Source: ECI/ABP News/ABP Majha)
Sudip Banerjee: 'কে সঙ্গে আছে, না নেই, এ সব নিয়ে বিবেচনা করে লাভ নেই', মন্তব্য সুদীপের
ABP Ananda LIVE: এ ঝগড়া যেন, শেষ হয়েও হইল না শেষ। কলকাতা উত্তর (North Kolkata)কেন্দ্রের ভোটের আগে, সুদীপ বন্দ্যোপাধ্যায়(sudip banerjee) আর কুণাল ঘোষের (kunal ghosh)পরস্পরকে কটাক্ষের পালা বন্ধ হয়নি এখনও। আর এই ইস্যুতে ফের সুদীপকে নিশানা করতে ছাড়েননি, বিজেপির টিকিটে লড়া তাপস রায়। ভোটের আগে কলকাতা উত্তরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব অব্যাহত। কুণাল 'সমস্যা' নিয়ে প্রশ্নের উত্তর সুদীপের, পাল্টা খোঁচা কুণালের। 'কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে অনেক বেশি লোক নামছে' । অনেককে আটকে রাখতে হচ্ছে, বলতে হচ্ছে এত নেব না, অন্য় কেন্দ্রে যাও, মন্তব্য সুদীপের। 'এত কর্মী, এত নেতা নেমেছেন, তার কারণ, প্রার্থীর গুণাবলী এখানে বিচার্য নয়' মাথার ওপর মমতা ও তাঁর দলের প্রতীক আছে, সবাই তো নামবেন, পাল্টা কুণাল। 'আমার সঙ্গে কারও কোনও সমস্যা নেই'। 'কে সঙ্গে আছে, না নেই, এ সব নিয়ে বিবেচনা করে লাভ নেই'। 'তৃণমূলের যে কোনও কর্মীরই বা নেতার উচিত, তৃণমূলের প্রার্থীর সঙ্গে থাকা'। কুণাল ঘোষ প্রসঙ্গে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 'দলের সবাই সাধ্যমত প্রচার করছেন'। কেউ ডাক না পেলে তিনি নিজের কেন্দ্রে থাকবেন, পাল্টা কুণাল।