Lok Sabha Elections 2024: স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন লকেট চট্টোপাধ্য়ায়।ABP Ananda Live
ABP Ananda Live: নিরাপত্তা খতিয়ে দেখতে, স্ট্রংরুমে গেছিলেন, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। সেখানে তাঁকে ঘিরে তুমুল উত্তেজনা। বিক্ষোভ দেখাল তৃণমূল। উঠল গো ব্য়াক স্লোগান। পাল্টা জয় শ্রী স্লোগান দিল বিজেপিও। পুরোটাই নাটক, লকেটকে কটাক্ষ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। হুগলির চুঁচুঁড়ায় স্ট্রং রুমের নিরাপত্তা দেখতে গেছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। আর বিজেপি প্রার্থী যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। ওঠে গো ব্য়াক স্লোগান...হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি HIT কলেজে। কিন্তু, EVM-এর সুরক্ষা ও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে মঙ্গলবারই রিটার্নিং অফিসারকে চিঠি দেন লকেট চট্টোপাধ্য়ায়। এরইমধ্য়ে, সোমবার রাতে, স্ট্রং রুমে পৌঁছে যান হুগলির বিজেপি প্রার্থী। প্রশ্ন তোলেন নিরাপত্তা নিয়ে। এদিকে, লকেট পৌঁছনোর খবর পেয়েই বাইরে জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। সোমবারই, বিষনুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ অভিযোগ করেছিলেন, স্ট্রংরুমের সিসিটিভি বদলানোর ছক কষেছিল রাজ্য় পুলিশ। এবার স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়।