Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে শহর জুড়ে পোস্টার! শুরু জল্পনা। ABP Ananda Live
ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নামে এবার শহর জুড়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা 'দ্য গেম চেঞ্জার দাদা'। আর এই নতুন পোস্টার ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। কথায় বলে, একটা ছবি হাজার শব্দের সমান! ফের যেমনটা হল লোকসভা ভোটের ফলপ্রকাশের ঠিক ২ দিনের মাথায়। শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া পোস্টার...
পাশে বড় বড় করে লেখা, 'দ্য গেম চেঞ্জার দাদা।' পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীকও রয়েছে। কিন্তু কাদের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার? পোষ্টারের নীচে নাম রয়েছে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের তরফে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড....! উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার।
দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে পরপর বৈঠক করে জল্পনা বাড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কলকাতার মোড়ে মোড়ে তাঁর নামে এই পোস্টার নিয়েও কম জল্পনা তৈরি হয়নি।