Loksabha Election 2024: প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, বিদ্যুতের খুঁটি ভাঙায় মোমবাতির আলোয় চলল ভোটগ্রহণ | ABP Ananda LIVE
ভোটের দিন ঝড়ে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। মোমবাতির আলোয় ভোট হচ্ছে বনগাঁ লোকসভার বাগদা হাইস্কুলের ২৭১ ও ২৭৩ নম্বর বুথে। আলোর অভাবে খোলা রয়েছে EVM-এর পিছনের জানলা। বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এই সমস্যা।
আমডাঙারও বিভিন্ন বুথে বিদ্যুৎ নেই। কোথাও হারিকেন, কোথাও মোম জ্বেলে চলছে ভোটগ্রহণ।
পাণ্ডুয়ার চৌবেড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে অন্ধকার ঘরেই চলছে ভোট প্রক্রিয়া। বুথে গিয়ে ক্ষোভ উগরে দিলেন হুগলির তৃণমূল প্রার্থী। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই কেন, প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন রচনা বন্দ্যোপাধ্যায়ের।
ধনেখালির পর চন্দননগর, ফের লকেটকে ঘিরে বিক্ষোভ। চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ।






















