Loksabha Election 2024: পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানার সামনে ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল | ABP Ananda LIVE
পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানার সামনে ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। নাটক করতেই থানায় বিক্ষোভ বলে কটাক্ষ তৃণমূলের।
ফের পুলিশকে হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। শুক্রবার রাতে দাঁতনে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। শনিবার ভোটের দিন দাঁতন ২ নম্বর ব্লকে বিজেপি কর্মীদের মারধেরের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রবিবার দাঁতন থানায় অবস্থানে বসেন বিজেপি কর্মীরা। দাঁতন থানায় যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
এই প্রথম নয় আগেও একাধিকবার পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।
রামনবমীর মিছিল নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করতে যান অগ্নিমিত্রা পাল। পুলিশ FIR নিতে গড়িমসি করছে, এই অভিযোগে অগ্নিমিত্রার নেতৃত্বে কোতোয়ালি থানায় তালা ঝোলান বিজেপি কর্মীরা। থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী। আসানসোলের জামুড়িয়ায় বিজেপি নেতার খুনকে কেন্দ্র করেও রানিগঞ্জ থানার ইন্সপেক্টরের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল। এবার দাঁতনে পুলিশকে দেখে নেওয়ার হুমকি অগ্নিমিত্রার।
দাঁতনে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।