Calcutta High Court: ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দুকে ঢুকতে বাধা, পুলিশকে তুলোধনা হাইকোর্টের
ABP Ananda LIVE: ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দুকে(suvendu adhikari) ঢুকতে বাধা, পুলিশকে তুলোধনা হাইকোর্টের। রাজ্যপাল কি গৃহবন্দি? তাঁর অনুমতি সত্ত্বেও কেন আটকানো হল? প্রশ্ন বিচারপতির। সুরক্ষার সাফাই রাজ্যের।
NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।