Madras HC slams ECI: '২ দফা বাকি থাকতে কমিশন নড়েচড়ে বসেছে, মার্চ মাস থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল', মন্তব্য চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের
করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court)। আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের হঁশিয়ারি, ‘সঠিক পদক্ষেপ না নিলে দরকার হলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।' এপ্রসঙ্গে চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক জানাচ্ছেন, "আমরা আগেও বলেছিলাম যে নির্বাচনের যে র্যালি বা জমায়েত হচ্ছিল, মানুষ মাস্ক পরছিল না, সামাজিক দূরত্ব বজায় রাখছিল না। সেই সময় মাননীয় নির্বাচন কমিশন কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। মাত্র যখন ২টো দফা বাকি তখন তারা নড়েচড়ে বসেছে। অনেক দেরি হয়ে গিয়েছে। মার্চ মাস থেকেই র্যালি বা জমায়েত বন্ধ করা উচিত। আমি মাদ্রাজ হাইকোর্টের এই সিদ্ধান্তকে সমর্থন করি।"





















