Mamata Banerjee Rally : 'মাস্টারমশাইও প্রার্থী! সাংসদ থেকে বিধায়ক হতে ভোটে লড়ছে লকেট', কটাক্ষ মমতার
সিঙ্গুরে (Singur) নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘গুণ্ডা দিয়ে ভয় দেখিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছে বিজেপি (BJP)। সিপিএম (CPM) আর তৃণমূলের (TMC) গদ্দারদের ধার করে প্রার্থী বানিয়ে লড়ছে। বিজেপির পুরনো লোকেদের প্রার্থী করেনি। বেইমানদের নিয়ে বাংলা জয় করতে চাইছে বিজেপি। বয়স্ক মাস্টারমশাইকে প্রার্থী করেছে। তাঁকে সেবা নেওয়ার বয়সে ভোটে লড়তে হচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) প্রার্থী করেছে। লকেট আগে ছিল সাংসদ, এখন বিধায়ক হওয়ার জন্য লড়াচ্ছে। আগামীদিনে সিঙ্গুরে বড় শিল্প গড়ে তুলব। সেখানে সিঙ্গুরবাসীদের কর্মসংস্থান হবে। মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। যতদিন বাঁচব বাঘের মতো বাঁচব। আমার প্রার্থীরা জিতলে আমি সরকার গঠন করতে পারব।’






















