Mamata Banerjee Siliguri meeting: ‘ঝুট বোলে কাউয়া কাটে', মোদিকে নিশানা মমতার
পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) রোড শো-র (Road how) পর জনসভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘এতো মিথ্যা কথা একজন প্রধানমন্ত্রী কীভাবে বলে! অন্তত, প্রধানমন্ত্রীর আসনকে তো সম্মান করুন।’ নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণ করে তিনি বলেন, ‘ঝুট বোলে কাউয়া কাটে। প্রধানমন্ত্রী রোজ মিথ্যা কথা বলছে, আর গাল দিচ্ছে আর বলছে বাংলা তার চাই। গুজরাতিতে বাংলা লিখে দেখে দেখে বাংলা বলে মোদি। জনগণের সামনে সামনাসামনি খেলা হবে। তুমি কত খেলতে পারো, আমি কত খেলতে পারি দেখা যাবে খেলায়। আমরা জিতব, মোদিকে হারাব। বাজেটে বলেছি, সবার কাঁচা বাড়ি পাকা করে দেব, প্রধানমন্ত্রীকে দিতে হবে না। দরকার হলে প্রধানমন্ত্রীকেও পাকা বাড়ি বানিয়ে দেব। মোদি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আমি উত্তরবঙ্গে (North Bengal) প্রচুর উন্নয়ন করেছি।’