Modi Virtual Rally: বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার করার চেষ্টায় ত্রুটি রাখবে নাবিজেপির ডবল ইঞ্জিন: মোদি
বাংলার উদ্দেশ্যে ভার্চুয়াল নির্বাচনী প্রচারসভা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘প্রত্যেকেই চাইছেন বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার হোক। বিজেপির ডবল ইঞ্জিন সরকার এর জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না। বিজেপি বাংলার যুবকদের চাকরি দেবে। বাংলার মা-বোনেদের সুরক্ষা দেবে বিজেপি। দুর্নীতিমুক্ত সমাজ দেবে বিজেপি। অনুপ্রবেশ, পাচার, তোলাবাজি, সিন্ডিকেট উন্নয়নের শত্রু। তা থেকে মুক্তি দেবে বিজেপি সরকার। পঞ্চায়েত থেকে পুরসভা, সব ক্ষেত্রেই মানুষের ভরসা ফিরিয়ে আনা হবে। আইনি ব্যবস্থার উন্নতি করা হবে। ভারতে বিনিয়োগের জন্য সারা বিশ্ব সম্ভাবনা খুঁজছে। লাগাতার রেকর্ড বিনিয়োগ হচ্ছে ভারতে। বাংলাতেও তার প্রতিফলন হওয়া প্রয়োজন। বাংলার প্রতি ঘরে পরিশুদ্ধ জল পৌঁছে দেবে বিজেপি সরকার।






















