KMC Election 2021: ভোটের দিনের পরিস্থিতি নিয়ে পুলিশের কাছ থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট চায় কমিশন। Bangla News
রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার ও ডিজির বৈঠক। আইন শৃঙ্খলার বিষয়টি এবং কোথাও যাতে কোনও গণ্ডগোল না হয়, সেই বিষয়ে নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। তাই শেষ মুহুর্তে পুলিশ কমিশনার ও ডিজির সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছে কমিশন। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে, এবং বোমাবাজির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণ ভোটগ্রহণ। DG এবং CP এর বৈঠকের পর রাজ্য় নির্বাচন কমিশন ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট চেয়েছে। যেসমস্ত জায়গায় হোটেল রয়েছে, সেখানে কারা আসছেন। কোনও বহিরাগত আসছেন কিনা, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
![Abhishek Banerjee: নিট প্রসঙ্গে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/68db910bbe64dc860f2079e51e210aa11721569683342967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Suvendu Adhikari: ফের তৃণমূলকে আক্রমণে নামলেন শুভেন্দু অধিকারী। AB Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/90c27b041e8a8b40f48650c762ed921c1711853705998967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kuntal Ghosh: কুন্তল ঘোষের ফ্ল্য়াটে ম্য়ারাথন তল্লাশি চলল ইডির , ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা খেল রাজ্যের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/21/c7686277212afe3f448985bbf903e69e1674285001299535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Panchayat Election:পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। Bangla News](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/eaa34f118b6022987a1f01da67f4b9e81659727195_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Panchayat Election:পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। Bangla News](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/eaa34f118b6022987a1f01da67f4b9e81659727195_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)