Mamata vs Suvendu, WB Election: নন্দীগ্রামে ধুন্ধুমার লড়াই, মমতার প্রতিপক্ষ শুভেন্দু
নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। ফলে এবার নন্দীগ্রামে নাটকীয় দ্বৈরথের (Mamata vs Suvendu) অপেক্ষা। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অধিকারী। যিনি এক সময় মমতারই অন্যতম ভরসার পাত্র ছিলেন। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ছায়াসঙ্গী ছিলেন। শুভেন্দুকে রাজ্যের মন্ত্রীসভায়তেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা। রাজ্যের পরিবহণ মন্ত্রী করেছিলেন শুভেন্দুকে। তবে পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের কারণেই শুভেন্দু দলের সুপ্রিমোর বিরাগভাজন হয়ে পড়েন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবং গেরুয়া শিবিরের যোগদান করার পর থেকেই অভিষেকের দিকে একের পর এক আক্রমণ করতে শুরু করেন শুভেন্দু। মমতা আগেই জানিয়েছিলেন, তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই সিলমোহর দেয় দল। ঘোষণা করা হয়, নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জল্পনা শুরু হয় যে, নন্দীগ্রামে কি বিজেপি প্রার্থী করবে শুভেন্দুকে? দেখা যাবে কি হাইভোল্টেজ লড়াই? শুক্রবারই দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নিতে বসেছিল বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হাইকম্যান্ডের কাছে নন্দীগ্রামেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শুভেন্দু। শনিবার তাঁর সেই ইচ্ছেকে প্রাধান্য দিল বিজেপি। দিল্লি থেকেই জানিয়ে দেওয়া হল, নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুভেন্দু। আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাদ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই।