(Source: ECI/ABP News/ABP Majha)
Tarokar Chokhe Taroka Kendra: লোকসভা ভোটের আগে কী ভাবছে বসিরহাটের সাধারণ মানুষেরা? | ABP Ananda LIVE
লোকসভা ভোটের আগে কী ভাবছে বসিরহাটের সাধারণ মানুষেরা? কী বলছেন ভোটপ্রার্থীরা ?
আরও খবর, ABP Ananda Live: শেষ দফার আগেও বাংলার উপর বেশি জোর দিচ্ছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। শনিবার সপ্তম দফায় ভোটগ্রহণ, তার আগেও এ রাজ্যে প্রচার চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, তুষ্টিকরণের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। এবার কবিতায় তার জবাব দিতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে ভিড়িয়ে দেয় যারা, হিন্দু-মুসলিমে লড়াই বাধিয়ে দেয় যারা, আগামী ৪ জুন তাদের 'জানাজা' বেরোবে বলে মন্তব্য করলেন তিনি। (Abhishek Banerjee)বুধবার কলকাতার গার্ডেনরিচে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "গত ১০ বছর ধরে যারা দরিদ্র মানুষকে কষ্ট দিয়ে চলেছে, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, এই ভোট তাদের উপযুক্ত জবাব দেওয়ার ভোট। আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। ১০ বছর ধরে যে আঘাতের পর আঘাত নেমে এসেছে, ১ তারিখ বোতাম টিপে ভোট দিয়ে জবাব তার দেবেন আপনারা।" (Lok Sabha Elections 2024)