West Bengal Assembly Election 2021: 'কৃতজ্ঞতা বোধ নেই...ছুরি মারছেন', Dinesh Trivedi-র BJP-যোগের পরই প্রতিক্রিয়া কুণালের
আজই বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। যোগদানের পর তিনি বলেন, "হিংসা চাই না। আজ বাংলার জনতা সত্যিকারের পরিবর্তনের জন্য আছে। আগের পরিবর্তনে ব্য়বস্থার কোনও পরিবর্তন হয়নি।" তিনি আরও বলেন, "রাজনীতি কোনও খেলা নয়। খেলতে খেলতে আদর্শচ্যুত তৃণমূল (TMC)।" এরপরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আমার ধারণা দীনেশ দা-এর অভিধানে লজ্জা, ঘেন্না এবং কৃতজ্ঞতা বলে কোনও শব্দ নেই। ২০১৯ সালের অর্জুন সিংহের অনুরোধ না রেখে দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুর থেকে প্রার্থী করেছিলেন। দীনেশ ত্রিবেদী হেরে যাওয়ার পরও তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। সেই নেত্রীর বিরুদ্ধে কথা বলতে তাঁর বিন্দুমাত্র বিবেকে লাগছে না? যাঁদের আবেগ, যাঁদের রক্ত, যাঁদের লড়াইয়ের উপর দাঁড়িয়ে এইসব মানুষজন নেতা-মন্ত্রী হলেন তাঁরাই প্রথম ছুরিটা মারছে দলকে। কর্মীরা অটুট আছে।