West Bengal District Top News: 'বেগম হারছেন', কটাক্ষ শুভেন্দুর, 'নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই', পাল্টা মমতা
নন্দীগ্রামে (Nandigram) বয়ালে তৃণমূলের (TMC) পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছতে উত্তেজনা। তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান। পাল্টা বিক্ষোভ তৃণমূলের। বয়ালে বুথে ২ ঘন্টা আটকে থাকেন মমতা। এখান থেকেই রাজ্যপালকে ফোন করে ভোট লুঠের অভিযোগ করেন। বয়ালে বুথে কেন দীর্ঘক্ষণ থাকলেন মমতা, প্রশ্ন শুভেন্দুর (Suvendu Adhikari)। 'কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে (BJP) সাহায্য করছে, দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে,' নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে নীরবতার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী মমতা। ‘বেগম হারছেন’, কটাক্ষ শুভেন্দুর। পূর্ব মেদিনীপুরে ভোটের দিন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। কেশপুরে তৃণমূল কর্মীকে পার্টি অফিস থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার ৭ জন বিজেপি কর্মী।