West Bengal Election 2021: দেশজুড়ে অপরিকল্পিত লকডাউনের জেরে আজ বহু মানুষ বেকার, ক্ষতি ব্যবসাতেও, কেন্দ্রকে তোপ অভিষেকের
তুফানগঞ্জে (Tufanganj) নির্বাচনী প্রচার সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) অনেক শর্ত আছে। কিন্তু বাংলার স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কোন শর্ত ছাড়াই সবাইকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্বাস্থ্যসাথী কার্ড বাংলায় মহিলা ক্ষমতায়নের প্রতীক হিসাবে পরিবারের মহিলাদের নামে করেছেন। দেশজুড়ে অপরিকল্পিত লকডাউন ঘোষণা করার জন্য এদিন বিজেপি (BJP) সরকারকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর অভিযোগ, এই লকডাউনের ফলে মানুষের চাকরি চলে গিয়েছে, ব্যবসায় ক্ষতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দিয়েছেন। নারায়ণী ব্যাটালিয়ন করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।






















