এক্সপ্লোর
West Bengal Election 2021: সিবিআই-এর পর আইকোর মামলার তদন্তে ইডি
সিবিআই-এর পর এবার আইকোর মামলার তদন্ত শুরু করল ইডি। এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি(ED)। মঙ্গলবার আইকোর কর্তা অনুকূল মাইতির স্ত্রীকে তলব করা হয়েছে। কণিকা মাইতিকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকেও আগেই তলব করে সিবিআই (CBI)।
আরও দেখুন






















