West Bengal Election 2021: 'মুকুল রায়ের ছেলে নিজেকে শাহেনশা ভাবেন, ২ তারিখ উত্তর পাবেন', বীজপুরে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়র
রণক্ষেত্রের চেহারা নিল বীজপুর। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) সংঘর্ষ। শুভ্রাংশু রায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে লন্ডভন্ড করা হল তৃণমূল কংগ্রেসের (TMC) ক্যাম্প। ছিড়ে দেওয়া হয় ফেস্টুন, পতাকা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। এই নিয়ে উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) বলেন, "কোনও রাজনৈতিক দল যখন দেউলিয়া হয়ে যায়, হেরে যায় তখন নিজেদের মধ্যে মারামারি করে। ভাল ভোটের ব্যবধানে শুভ্রাংশু রায় সুবোধ অধিকারীর কাছে হারবেন। আমরা ২ তারিখ সন্ধ্যাবেলা রাজনৈতিকভাবে সমস্ত জবাব দিয়ে দেব। মারামারি করব না। মুকুল রায়ের ছেলে নিজেকে শাহেনশা ভাবেন।"





















