'সোশ্যাল মিডিয়া খুললেই ভিড় করে সুশান্তের স্মৃতি', এবিপি আনন্দে অকপট আড্ডায় দিল বেচারার পরিচালক
দিল্লির নির্ভয়া কাণ্ডের ওপর নির্মিত ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি। এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রিচি মেহতা পরিচালিত ওয়েব সিরিজ। বিশ্বমঞ্চে সম্মানিত হওয়ায় আপ্লুত মুকেশ ছাবড়া। যিনি এই ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টর। চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু করে দঙ্গল, বলিউডের একাধিক সিনেমায় কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন মুকেশ। রং দে বসন্তী, কামিনে, চিল্লার পার্টি, গ্যাংস অফ ওয়াসেপুরের মতো সিনেমায় নিজে অভিনয়ও করেছেন। তবে মুকেশের সংবাদ শিরোনামে উঠে আসা ‘দিল বেচারা’ সিনেমাটি পরিচালনা করার মধ্যে দিয়ে। সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ সিনেমা ছিল ‘দিল বেচারা’। মুকেশ সুশান্তের বন্ধুও। প্রয়াত অভিনেতাকে কাছ থেকে দেখেছেন। ‘দিল্লি ক্রাইম’-এর এমি অ্যাওয়ার্ড প্রাপ্তি থেকে শুরু করে দিল বেচারা, সুশান্ত সিংহ রাজপুত, বাংলার অভিনেতাদের নিয়ে অভিজ্ঞতা, পরবর্তী কাজ, মুম্বই থেকে মোবাইল ফোনে এবিপি লাইভ-কে দেওয়া সাক্ষাৎকারে সব বিষয়েই খোলামেলা আড্ডা দিলেন মুকেশ।