এক্সপ্লোর
সুশান্তের মৃত্যুতে এবার কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ! প্রয়োজনে তলব আদিত্য চোপড়াকেও
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। সূত্রের খবর, প্রয়োজন হলে যশরাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়াকে তলব করতে পারেন তদন্তকারীরা। তাঁর বয়ানও নথিবদ্ধ করা হতে পারে। শানো শর্মা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তি। যশরাজ ফিল্মসেও তাঁর দাপট আছে। রণবীর সিংহ, অর্জুন কপূরকে তিনিই অভিনয়ের সুযোগ করেন দেন। প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর জন্য ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলেছেন তাঁর বাবা।
আরও দেখুন






















