The Oscars : অস্কারের মঞ্চে শিরোপা ভারতের, অরিজিনাল সং বিভাগে সেরা 'নাটু নাটু'। ABP Ananda Live
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চ থেকে এবছর জোড়া অস্কার এল ভারতে। এস এস রাজামৌলির (SS Rajamouli) আরআরআর-এর নাটু নাটু (Natu Natu) গান অরিজিনাল সং (Original song) বিভাগে জিতে নিল সেরার সম্মান। গানটির সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি এবং গীতিকার চন্দ্রবোস। মূল তেলুগু ভার্সনে গানটি গেয়েছিলেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালাভৈরব। গানটি হিন্দিতে অনুবাদ করেছিলেন রিয়া মুখোপাধ্যায়। নাটু নাটু ছাড়াও অস্কার জিতল ড্যকুমেন্টরি শর্টফিল্ম দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। ছবিটির পরিচালক কার্তিকী গঞ্জালভেস, প্রযোজক গুনীত মোঙ্গা। শর্টফিল্মটিতে একটি হাতির শাবকের কাহিনি দেখানো হয়েছে। একটি অনাথ হস্তি শাবক রঘুর সঙ্গে এক দরিদ্র দম্পতির সম্পর্কের ছবি এই সিনেমার সম্পদ।প্রাণীজগতের সঙ্গে মানুষের ভালবাসার এক অমূল্য দলিল দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers)। পরিচালক কার্তিকী গঞ্জালভেয়ের এটিই প্রথম সিনেমা। প্রথম ডক্যুমেন্টরি শর্টফিল্মেই অস্কার জিতে নিলেন কার্তিকী।