Loksabha Session: সংসদে অষ্টাদশ অধিবেশন শুরু, নরেন্দ্র মোদিকে কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের | ABP Ananda LIVE
'স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও সরকারকে টানা ৩ বার দেশবাসী সেবার সুযোগ দিয়েছে। দেশের মানুষ তৃতীয় বার সুযোগ দেওয়ার অর্থ হল সেই সরকারের নীতি, প্রচেষ্টায় সিলমোহর দেওয়া', সংসদে অষ্টাদশ অধিবেশন শুরুর আগে দাবি প্রধানমন্ত্রীর। এদিকে তাঁর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
'দেশের মানুষ বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায়। আশা করি বিরোধীরা এবার দেশবাসীর সেই আকাঙ্খা পূরণ করবেন', বিরোধীদের খোঁচা প্রধানমন্ত্রীর।
লোকসভার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের। একজোট হয়ে বিরোধীরা প্রবেশ করলেন নতুন সংসদ ভবনে। তাঁদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অঙ্কিত গুপ্তা। 'আমাদের দায়িত্ব ভারতের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানী বিধি চালু হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কিনা আমরা জানি না। তাই সরকারকে সংবিধান রক্ষার ব্যাপারে দিশা দেখানোর জন্যই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি', দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।