Air India: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট, টেক অফের আগেই AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটি
ABP Ananda LIVE: ১২ জুন দুপুর ১ টা ৩৮। আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। ভারতের বিমান পরিবহণের ইতিহাসে, এই সময় লেখা থাকবে কালো দিন হিসেবে। কার দোষে এত বড় বিপর্যয় ঘটল? উত্তর এখনও অজানা। এরই মধ্যে আবার বিভ্রাট। সেই এয়ার ইন্ডিয়া। সেই আমদাবাদ। গন্তব্য সেই লন্ডন। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট ধরা পড়ল। টেক অফের আগেই AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আমদাবাদে বিপর্যয়ের পর প্রথম লন্ডনগামী বিমান ছিল এটি। ভয়াবহ অভিজ্ঞতার পর এবার অতি সতর্ক এয়ারলাইন্স। ওড়ার আগেরই হচ্ছে বারবার চেকিং। তাতেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। তার জেরেই বাতিল হয়ে গেল এয়ারইন্ডিয়ার AI-159 বিমান। দুর্ঘটনার পর আজ প্রথম আমদাবাদ থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল বিমানের। যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানটি বাতিল হয়ে যাওয়ায় চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা।
তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি: শুভেন্দু অধিকারী
খিদিরপুরে বিধ্বংসী আগুন, 'ম্যান মেড' তত্ত্ব শুভেন্দু অধিকারীর। 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড। পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে। রাজ্যে গোটা সিস্টেম ভেঙে পড়েছে, আক্রমণ বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের মুখ্যমন্ত্রী। আগুন নেভাতে না পেরে, পুলিশ-দমকলকে ঘর ভাঙতে বলছেন। রাত ১টায় আগুন লাগল, দমকল এল রাত ৪টেয়। তৃণমূল কংগ্রেস মানে টাকা মারার কোম্পানি। মুখ্যমন্ত্রীর ওপর থেকে মানুষের আস্থা উঠে এসে।



















