Plane Crash : ওড়ার কয়েক মিনিট পরই দুর্ঘটনা। আছড়ে পড়ল বিমান, ছড়িয়ে ছিটিয়ে ঝলসানো দেহ, দেহাংশ
ABP Ananda Live: আমদাবাদে ভয়াবহ বিমান-বিপর্যয়। বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু, সংবাদসংস্থা AP সূত্রে খবর । মৃতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান । সিভিল হাসপাতালের ৭ চিকিৎসকের মৃত্যু । দুপুর ১.৩৮: আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ । বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। এই প্রথম দুর্ঘটনার কবলে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।


















