AirIndia:বিমান দুর্ঘটনার পর উড়ান সংস্থার নজরদারির দায়িত্বে থাকা সংস্থাগুলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : বিমান পরিষেবার সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য় সরকারের তরফে দায়িত্বে রয়েছে DGCA এবং BCAS-এর মতো সংস্থাগুলির। একটি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং অন্যটি ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি। অথচ এই সব সংস্থাগুলোতেই রয়েছে বহু শূন্য়পদ! একই অবস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ারও। তিন সংস্থার ক্ষেত্রেই কর্মী ঘাটতি ৩৭ থেকে ৪৮ শতাংশ। গত ৩১ মার্চ পর্যন্ত কোথায় কত পদ খালি ছিল, সম্প্রতি লোকসভায় সেই পরিসংখ্যান তুলে ধরেছিলেন অসামরিক বিমান প্রতিমন্ত্রী মুরলীধর মহল। ফলে এখানেই প্রশ্ন উঠছে, তাহলে বিমান পরিষেবার উপর নজরদারি চালাবে কারা? বিমান সংক্রান্ত সুরক্ষার বিষয় গুলে দেখে DGCA । অন্যদিকে বিমান চলাচলে নিরাপত্তার বিষয়গুলি দেখে BCAS। যাত্রী সুরক্ষা ও বিমান সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।


















