করোনার কোপ, সিডনিতে নাও হতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, সঙ্গে অন্যান্য খবর দেখুন Ananda Sakal II-এ
ব্রিটেনে চরিত্র বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে করোনাভাইরাস। আজ থেকেই ব্রিটেন-ভারত উড়ান বন্ধ রাখার ঘোষণা করেছে কেন্দ্র। ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে। অন্যদিকে গভীর রাতে ব্রিটেন থেকে অমৃতসরে পৌঁছেছে একটি উড়ান। সেই বিমানে যাত্রী ও বিমান কর্মী সহ মোট ২৮১ জনের করোনা পরীক্ষা হবে। পরীক্ষার ফল সামনে আসতে ৮ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে জোড়াসাঁকোয় প্রৌঢ়া খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ জাহাঙ্গির। পুলিশ সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই ব্যক্তির সঙ্গে প্রৌঢ়ার আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার দিন প্রৌঢ়ার সঙ্গে তাঁর বিবাদ হয়। তার জেরেই প্রৌঢ়াকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি, সিডনিতে নাও হতে পারে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট (Australia vs India 3rd Test) । ৭ জানুয়ারি সিডনিতে (Sydney Test) তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু অপেরা হাউসের শহরে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। অন্যদিকে দ্বিতীয় টেস্ট হতে চলেছে মেলবোর্নে। এবার করোনার জেরে তৃতীয় টেস্টও সেই মেলবোর্নেই হতে পারে। সিরিজের চতুর্থ টেস্ট হবে ব্রিসবেনে। শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।